নিউজ ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য সুখবর। জনপ্রিয় চীনা ব্র্যান্ড Xiaomi তাদের বহুল প্রতীক্ষিত বাজেট স্মার্টফোন সিরিজ Redmi 15-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে পোল্যান্ডে। বিশ্ববাজারে আত্মপ্রকাশের আগেই তিনটি নতুন মডেল নিয়ে হাজির হয়েছে এই সিরিজ—Redmi 15, Redmi 15 5G এবং Redmi 15C। প্রযুক্তিপ্রেমীদের কৌতূহল ও প্রত্যাশার পারদ অনেকটাই চড়ে গেছে এই ঘোষণার পরই।
এই সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোনটি হল Redmi 15 5G। এটি একটি ৬.৯ ইঞ্চির বিশাল আইপিএস এলসিডি ডিসপ্লে সহ এসেছে, যেখানে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট থাকছে, যা এই দামের ফোনে বিরল। প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে Qualcomm-এর Snapdragon 6s Gen 3 চিপসেট। ফোনটি ৪ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে পাওয়া যাবে। ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, যদিও আরও দুটি লেন্স চোখে পড়ছে ব্যাক প্যানেলে। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। বিশাল ৭,০০০ mAh ব্যাটারির সঙ্গে মিলবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। এই মডেলটি পাওয়া যাবে কালো, সবুজ ও টাইটানিয়াম—এই তিনটি রঙে। পোল্যান্ডে এর দাম নির্ধারিত হয়েছে PLN 899, যা প্রায় 240 মার্কিন ডলার বা 210 ইউরো।
অন্যদিকে, সিরিজের মাঝারি ভার্সন Redmi 15-এও রয়েছে একই আকারের ডিসপ্লে এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। তবে পারফরম্যান্সের ক্ষেত্রে কিছুটা কম শক্তিশালী Snapdragon 685 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি ৬ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজের বেস মডেল ছাড়াও ৮ জিবি RAM ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে। ব্যাক ক্যামেরা এবং ব্যাটারি Redmi 15 5G-এর মতোই ৫০ মেগাপিক্সেল ও ৭,০০০ mAh-র। রঙের ক্ষেত্রে থাকছে কালো, বেগুনি ও টাইটানিয়াম অপশন। বেস ভ্যারিয়েন্টের দাম পোল্যান্ডে নির্ধারিত হয়েছে PLN 649, যা আনুমানিক 170 ডলার বা 150 ইউরো।
সবচেয়ে সাশ্রয়ী মডেলটি হল Redmi 15C। যদিও এই ফোনটিও ৬.৯ ইঞ্চির বড় ডিসপ্লে নিয়ে এসেছে, তবে এর রেজোলিউশন তুলনামূলকভাবে কম—৭২০পি, এবং রিফ্রেশ রেটও কিছুটা কম, ১২০ হার্টজ। এটি চালিত হচ্ছে MediaTek-এর Helio G81 Ultra চিপসেট দ্বারা। ৪ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ সহ এই ফোনটিও বাজেটের মধ্যে রাখতে পেরেছে নিজেদের। ক্যামেরার দিক থেকে এখানেও রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যদিও এগুলি আগের দুটি মডেলের মতোই কিনা, তা স্পষ্ট নয়। ব্যাটারির ক্ষমতা এখানে কিছুটা কম—৬,০০০ mAh, তবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা বজায় রাখা হয়েছে। কালো রঙেই কেবলমাত্র পাওয়া যাবে এই মডেলটি। দাম নির্ধারিত হয়েছে PLN 499, যা প্রায় 130 ডলার বা 115 ইউরো।
এই তিনটি মডেল ইতিমধ্যেই পোল্যান্ডে বাজারে এসেছে এবং সরাসরি বিক্রিও শুরু হয়েছে। ফলে অনুমান করা হচ্ছে, খুব শিগগিরই Redmi 15 সিরিজ বিশ্ববাজারে, বিশেষ করে ভারতের মতো বড় বাজারেও আত্মপ্রকাশ করতে চলেছে। আগের মতনই Redmi আবারও বাজেট সেগমেন্টে সেরা ফিচার নিয়ে হাজির হচ্ছে, যা এন্ট্রি-লেভেল স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এক বড় চমক হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এই সিরিজের মাধ্যমে Xiaomi আবারও প্রমাণ করতে চাইছে যে সাশ্রয়ী মূল্যে উন্নত ফিচার দেওয়াই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে এত বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং উন্নত ক্যামেরা সিস্টেম একত্রে পাওয়া সাধারণত এই দামে দেখা যায় না। তাই Redmi 15 সিরিজ যে বাজারে প্রবল প্রতিযোগিতার মধ্যে নিজেদের জায়গা করে নিতে সক্ষম হবে, তা এখনই বলা যায়।