SIR 2026: এস আই আর নিয়ে সাবধানতা অবলম্বন করুন । গোটা দেশ সহ রাজ্য জুড়ে তোলপাড় এসআইআর আতঙ্ক তবে আতঙ্কের কিছু নেই এস আই আর নিয়ে আজকের প্রতিবেদনে আমরা কিছু সাবধানতা অবলম্বন বিষয়ে আপনাদের কাছে তুলে ধরবো।
সবাইকে বলব যারা আপনাদের বাড়িতে বি এল ও ( BLO ) যাবেন এবং ( SIR IN WEST BENGAL) এস আই আর এর ফর্ম ফিলাপ করে যে কপিগুলো জমা দেবেন বি এল ওর থেকে আপনারা একটা রিসিভ কপি পাবেন। রিসিভ কপিটা আপনাদেরকে ভালো করে দেখে নিতে হবে। অতি অবশ্যই আপনার রিসিভ কপিতে আপনার বি এল ও যিনি রয়েছেন অর্থাৎ আপনি যাকে ফর্ম সাবমিট করছেন তার সই স্ট্যাম্প ওই রিসিভ কপিতে আছে কিনা তা ভালো করে দেখে নেবেন। এছাড়াও আপনি যে বিএল ও থেকে রিসিভ কপি নেবেন বি এল ওর ব্যাচ নাম্বার, নাম ও টেলিফোন নাম্বার লিখে নেবেন। আইন অনুযায়ী তিনি তা দিতে বাধ্য। পরবর্তী সময়ে ফাইনাল লিস্টে যদি আপনার নাম না উঠে তখন প্রমাণ হিসেবে এই সমস্ত নথিগুলো আপনি দাখিল করতে পারবেন। এবং অবশ্যই বুকে ব্যাচ আছে কিনা দেখে নেবেন।
সাম্প্রতিক এই নিয়ে বিহারে একটা ঘটনা ঘটে গেছে প্রথমে বি এল ও সেজে পার্টির লোকেরা গিয়েছিল। পরবর্তী সময়ে সেই ফর্মের কোন হদিস নেই। দ্বিতীয়বার যখন সঠিক বি এল ও যায় পার্টির চাপে সেগুলো ক্যানসেল হয়ে যায়। তখন যারা ফর্ম ফিলাপ করেছিল তারা কোন বি এল ওর নাম ফোন নাম্বার ব্যাচ নাম্বার না থাকায় কিছুই করতে পারেননি।
কারণ দোষী হিসেবে সেই বি এল ওকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি, ফলস্বরূপ সেইসব মানুষের নাম বাতিল হয়। একটু ভুলের জন্য সারা জীবন ভুক্তভুগি হতে হবে আপনাকে। তো সাবধানতা অবলম্বন করুন এবং সঠিকভাবে এস আই আর ফর্ম ফিলাপ করুন।

