RRC Recruitment 2025: রেলওয়ে রিক্রূটমেন্ট সেলের তরফে নর্থ ইস্টার্ন রেলওয়েতে 4116 শূন্যপদে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলার প্রার্থীরা মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন জানাতে পারবে। কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক স্টাইপেন্ড সহ বিস্তারিত জানতে নিচের পোস্টটি পড়ুন।
মোট শূন্যপদঃ 4116 টি।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো উচ্চমাধ্যমিক সিস্টেম অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে 50 শতাংশ নাম্বার নিয়ে মাধ্যমিক পাশ সহ NCVT/ SCVT অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করা থাকলে আবেদন জানাতে পারবেন।
বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স 24 ডিসেম্বর, 2025 তারিখ অনুযায়ী 15 বছর থেকে 24 বছরে মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অর্থাৎ SC, ST প্রার্থীরা 5 বছর এবং ওবিসি প্রার্থীরা 3 বছর ও পিডব্লিউবিডি প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় পাবেন।
স্টাইপেন্ডঃ নির্বাচিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী প্রতিমাসের স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন পদ্ধতিঃ
- অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন: www.rrcnr.org
- “অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নিয়োগ 2025” বিজ্ঞপ্তির লিঙ্কটি খুঁজে বের করুন
- অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ুন
- “অনলাইনে আবেদন করুন” লিঙ্কে ক্লিক করুন
- আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করুন
- সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন
- প্রয়োজনীয় কাগজপত্র (ছবি, স্বাক্ষর, সার্টিফিকেট) আপলোড করুন
- অনলাইনে আবেদন ফি প্রদান করুন (যদি প্রযোজ্য হয়)
- আবেদন জমা দিন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিন
আবেদন ফিঃ আবেদন ফি বাবদ General, OBC প্রার্থীদের জন্য 100/- টাকা, এবং SC, ST, PWBD, Woman প্রার্থীদের জন্য কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে অনলাইনের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখঃ আবেদনের শেষ তারিখ 24 ডিসেম্বর, 2025
Official Notification: Download Now
Apply Now: Click Here

