ইন্টালিজেন্স বিউরোতে মাধ্যমিক পাশে নিয়োগ, প্রতিমাসে বেতাব 18,000/- টাকা থেকে 56,900/- টাকা।

INTELLIGENCE BUREAU Recruitment : কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর অধীন ইন্টালিজেন্স বিউরোতে মাধ্যমিক পাশ যোগ্যতায় মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলার প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Telegram Join

পদের নামঃ Multi-Tasking Staff (General) MTS(G)
মোট শূন্যপদঃ 162 টি (Siligur- 6, Kolkata- 1, Kalimpong- 3, Guwahati- 10)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ সহ Domicile Certificate থাকলে আবেদন জানাতে পারবেন।
বয়সসীমাঃ 14 ডিসেম্বর 2025 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামোঃ নির্বাচিত ও প্রার্থীদের পেয়ে লেবেল অনুযায়ী প্রতিমাসে বেতাব 18,000/- টাকা থেকে 56,900/- টাকা।
নিয়োগ পদ্ধতিঃ Tier-I (Online MCQ) + Tier-II (Descriptive, Qualifying)
পরীক্ষা কেন্দ্রঃ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা ও শিলিগুড়ি।

আরও পড়ুনঃ ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণ, আবেদন চলবে 24 ডিসেম্বর পর্যন্ত

আবেদন পদ্ধতিঃ

  • অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন: mha.gov.in
  • “অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নিয়োগ 2025” বিজ্ঞপ্তির লিঙ্কটি খুঁজে বের করুন।
  • অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ুন।
  • “অনলাইনে আবেদন করুন” লিঙ্কে ক্লিক করুন।
  • আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করুন।
  • সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
  • প্রয়োজনীয় কাগজপত্র (ছবি, স্বাক্ষর, সার্টিফিকেট) আপলোড করুন।
  • অনলাইনে আবেদন ফি প্রদান করুন (যদি প্রযোজ্য হয়)।
  • আবেদন জমা দিন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিন।

আবেদন ফিঃ আবেদনে ইচ্ছুক প্রার্থীদের 650/- টাকা করে আবেদন ফি ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখঃ 14 ডিসেম্বর, 2025

Whatsapp Join

Official Notification: Download Now
Apply Now: Click Here

Leave a Comment

Join Our WhatsApp Group!