পশ্চিমবঙ্গ বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে প্রাথমিক টেট 2014 সার্টিফিকেট ডাউনলোড করার লিংক প্রকাশ করা হয়েছে। যারা পূর্বে সার্টিফিকেট ডাউনলোড করতে পারেননি কোনো কারণবশত তারা পুনরায় আবার দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রাইমারি টেট 2014 এর সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। 2014 প্রাইমারি টেট পাস সার্টিফিকেট যারা আগেরবার অনলাইনে আবেদন করে সার্টিফিকেট ডাউনলোড করেননি, তাদের জন্য পর্ষদ আবার একবার সুযোগ দিল। এবার আর ভুল করবেন না, সময়ের মধ্যে Primary 2014 TET পাশ সার্টিফিকেট ডাউনলোড করে নিন। 24 ডিসেম্বর , 2025 পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।
Primary TET -2014 Eligibility Criteria
- প্রাথমিক TET(2014) এর সার্টিফিকেট ডাউনলোড করার অনলাইন লিংক দেওয়া হয়েছে। যারা এর পূর্বে কোন কারণবশত TET(2014)সার্টিফিকেট ডাউনলোড করেননি তারা ডাউনলোড করে নিন।
- পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) TET-2014 পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত (training qualification থাকা) সমস্ত প্রার্থীদের জন্য TET-2014 যোগ্যতার শংসাপত্র (ELIGIBILITY CERTIFICATES) ইস্যু করবে।
- আবেদন প্রক্রিয়া: অনলাইন আবেদনের জন্য প্রার্থীদের পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট (https://wbbpe.wb.gov.in)-এ যেতে এবং “TET-2014 ELIGIBILITY CERTIFICATE” লিঙ্ক-এ ক্লিক করতে অনুরোধ করা হচ্ছে।
- পোর্টাল সচল থাকার সময়সীমা:
শুরু: ৩ ডিসেম্বর, ২০২৫
শেষ: ২৪ ডিসেম্বর, ২০২৫
সব TET-2014 উত্তীর্ণ ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

চাকরির খবরঃ রাজ্যে বিদ্যুৎ উন্নয়ন দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

