WBMSC Recruitment 2025: রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ, আবেদন চলবে 31 ডিসেম্বর পর্যন্ত

WBMSC Recruitment 2025: ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Whatsapp Join

WBMSC Vacancy Details

পদের নামঃ Assistant Engineer ( Civil, Electrical, Mechanical)

মোট শূন্যপদঃ Civil -59, Electrical -10, Mechanical -13

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে Degree/ BE/ B.Tech করা থাকলে আবেদন জানাতে পারবেন।

বয়সসীমাঃ আবেদনকারীর বয়স সর্বোচ্চ 36 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে 01-01-2025 তারিখ অনুযায়ী।

চাকরির খবরঃ রাজ্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতিঃ নির্বাচত প্রার্থীদের লিখিত পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন ফিঃ আবেদন ফি বাবদ UR/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে 200/- টাকা এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে 50/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে অনলাইনের মাধ্যমে।

আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি, মোবাইল নাম্বার, নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য দিয়ে সাবমিট করতে হবে।

আবেদনের শেষ তারিখঃ 31 ডিসেম্বর, 2025

Official Notification: Download Now
Apply Now: Click Here

Telegram Join

Leave a Comment

Join Our WhatsApp Group!