WB Health Recruitment: ডিস্ট্রিক হেলথ এন্ড ওয়েলফেয়ার সমিতির অধীন রাজ্যে ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন চলবে 18 ডিসেম্বর পর্যন্ত। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ বিস্তারিত আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নামঃ ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর
মোট শূন্যপদঃ 1 টি। (OBC-B)
বেতন কাঠামোঃ নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন 15,000/- টাকা।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Social Science/ Sociology/ Social Anthropology/ Social Work (MSW)/ Business Administration (MBA)/ Economics/ Rural Development/ Mass Communication -এ Master’s Degree করা থাকতে এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন জানাতে পারবেন।
বেতন কাঠামোঃ নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন 15,000/- টাকা।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে 25000 শূন্যপদে কনস্টেবল নিয়োগ
আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। পরে সেটিকে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট অ্যাটাচমেন্ট করে একটি মুখ বন্ধ খাবে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রের জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ Office of the Sub Divisional Officer, Sadar, Jalpaiguri, Collectorate Avenue, Jalpaiguri, Kotwali, Jalpaiguri, 735101
আবেদনের শেষ তারিখঃ 18 ডিসেম্বর, 2025
Official Notification: Download Now

