New TVS Jupiter 125 : “মাত্র ₹৮৫ হাজারে বাজার মাতাতে হাজির TVS Jupiter 125”

নিউজ ডেস্ক: ভারতের স্কুটার বাজারে নতুন মাত্রা যোগ করল টিভিএস মোটর কোম্পানি। বহু প্রতীক্ষিত টিভিএস জুপিটার ১২৫ (২০২৫ মডেল) অবশেষে লঞ্চ হলো, আর লঞ্চের সঙ্গেই এটি হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। শহুরে যাতায়াতের জন্য একদিকে যেমন চাই সাশ্রয়ী জ্বালানি খরচ, অন্যদিকে আধুনিক ফিচার আর আরামের সুবিধা—এই দুইয়ের নিখুঁত সমন্বয় ঘটিয়েছে নতুন জুপিটার ১২৫। ফলে অফিসগামী থেকে কলেজ পড়ুয়া—সবাইয়ের জন্য এটি হয়ে উঠতে পারে এক আকর্ষণীয় বিকল্প।

Whatsapp Join

সবচেয়ে বড় চমক এর ৭০ কিমি প্রতি লিটার মাইলেজ। জ্বালানির দাম ক্রমশই বাড়ছে, সেই সময়ে এমন সাশ্রয়ী মাইলেজ গ্রাহকদের বিশেষভাবে আকর্ষণ করবে। এর সঙ্গে যোগ হয়েছে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে, যা স্কুটারটিকে করেছে প্রযুক্তির দিক থেকে আরও আধুনিক। ফলে বলা যায়, ফুয়েল ইকোনমি এবং স্মার্ট ফিচারের মিশ্রণে এই স্কুটার তার সেগমেন্টে একধাপ এগিয়ে গেল।

টিভিএস জুপিটার সিরিজের খ্যাতি সবসময়ই নির্ভরযোগ্যতা ও শক্তপোক্ত গঠনের জন্য। নতুন ২০২৫ আপডেট সেই বিশ্বাসকে আরও মজবুত করেছে। শুধু তাই নয়, বর্তমান সময়ে যখন বাজারে ফিচার-লোডেড টু-হুইলারের চাহিদা বেড়ে চলেছে, তখন এই লঞ্চকে অনেকেই সময়োপযোগী হিসেবে দেখছেন।

নকশার দিক থেকে নতুন জুপিটার ১২৫ অনেকটাই প্রিমিয়াম ও আধুনিক রূপ পেয়েছে। এর সামনে রয়েছে স্লিক এলইডি হেডল্যাম্প, সঙ্গে ঝকঝকে ক্রোমের আভাস। প্রশস্ত ডুয়াল-টোন সিট একে দিয়েছে আরামদায়ক ভঙ্গি, আর আন্ডার-সিট স্টোরেজ যথেষ্ট বড়, ফলে দৈনন্দিন কাজে সহজেই ব্যবহার করা যাবে। এর এরোডাইনামিক বডি ও স্টাইলিশ অ্যালয় হুইল শহুরে রাইডে যোগ করবে বাড়তি সৌন্দর্য। গ্রাহকদের রুচি অনুযায়ী বাজারে পাওয়া যাবে একাধিক আকর্ষণীয় রঙের অপশনও।

ইঞ্জিনের দিক থেকেও স্কুটারটি নির্ভরযোগ্য। এখানে রয়েছে ১২৪.৮ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা মসৃণ ও রেসপন্সিভ রাইড দেয়। এর সবচেয়ে বড় শক্তি হলো চমকপ্রদ ৭০ কিমি প্রতি লিটার মাইলেজ। ইকোথ্রাস্ট ফুয়েল ইনজেকশন (ETFi) প্রযুক্তি জ্বালানি পোড়ানোর প্রক্রিয়াকে আরও কার্যকর করেছে। এর ফলে স্কুটারটি যেমন শক্তি দেয়, তেমনই অর্থনীতির দিক থেকেও সাশ্রয়ী—অফিস বা কলেজ যাতায়াতের জন্য যা একেবারেই উপযুক্ত।

আধুনিক ফিচারের তালিকাতেও স্কুটারটি কম যায় না। রয়েছে ফুলি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, রিয়েল-টাইম মাইলেজ ইন্ডিকেটর, ব্লুটুথ কানেক্টিভিটি ও মোবাইল চার্জিং পোর্ট। শুধু তাই নয়, i-TOUCHstart প্রযুক্তি রয়েছে যাতে স্কুটারটি স্টার্ট হয় একদম নীরবভাবে। পাশাপাশি বাইকের পাশে স্ট্যান্ড দেওয়া থাকলে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে—এই সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাটঅফ বাড়াবে রাইডারের নিরাপত্তা। বাইরের দিকে এক্সটার্নাল ফুয়েল ফিল সিস্টেম জ্বালানি ভরার ঝামেলা কমিয়েছে।

আরও পড়ুনঃ ২৫,০০০ টাকায় লঞ্চ হলো সুজুকি বার্গম্যান হাইব্রিড স্কুটার – ইলেকট্রিক + পেট্রোল

দামের দিক থেকেও এটি যথেষ্ট প্রতিযোগিতামূলক। নতুন টিভিএস জুপিটার ১২৫ (২০২৫) মডেলের দাম শুরু হয়েছে মাত্র ₹৮৫,০০০ (এক্স-শোরুম) থেকে। স্কুটারটির বৈশিষ্ট্য ও মাইলেজের কথা ভেবে অনেকেই এটিকে দামের নিরিখে “ভ্যালু ফর মানি” হিসেবে দেখছেন। ক্রেতাদের সুবিধার জন্য টিভিএস দিয়েছে আকর্ষণীয় ফাইন্যান্সিং অফার—যেখানে মাসে মাত্র ₹২,৫০০ ইএমআই থেকে স্কুটারটি কেনা সম্ভব। কিছু শহরে আবার রয়েছে শূন্য ডাউন পেমেন্ট-এর সুবিধাও। ফলে বাজেট সচেতন ক্রেতাদের কাছেও এটি হয়ে উঠছে সেরা বিকল্প।

টিভিএস জুপিটার ১২৫ (২০২৫) তাই বলা যায়, ভারতের ১২৫ সিসি স্কুটার সেগমেন্টে এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। এর অসাধারণ মাইলেজ, প্রিমিয়াম ডিজাইন, আধুনিক ফিচার ও প্রতিযোগিতামূলক দাম একে করেছে বিশেষ। শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিনের জন্য যেমন উপযুক্ত, তেমনই ছোটখাটো দূরপাল্লার রাইডেও এটি হতে পারে এক বিশ্বস্ত সঙ্গী।

টিভিএস সবসময় তাদের বাইক ও স্কুটারে ব্যবহারকারীর বাস্তব প্রয়োজনকে প্রাধান্য দিয়েছে। নতুন জুপিটার ১২৫ তারই প্রমাণ—এখানে রয়েছে দক্ষ ইঞ্জিন, সাশ্রয়ী ফুয়েল সিস্টেম, আর আরামের সঙ্গে যুক্ত একগুচ্ছ আধুনিক সুবিধা। আজকের প্রজন্ম যারা প্রযুক্তি ও স্মার্টনেসের সঙ্গে আপস করতে চান না, তাদের জন্য এটি নিঃসন্দেহে এক চমৎকার পছন্দ।

সবশেষে বলা যায়, টিভিএস জুপিটার ১২৫ (২০২৫) কেবল একটি স্কুটার নয়, বরং আধুনিক শহুরে জীবনের এক অপরিহার্য সঙ্গী। এটি একইসঙ্গে সাশ্রয়ী, স্টাইলিশ এবং প্রযুক্তি-সমৃদ্ধ—যা একে অন্যদের থেকে আলাদা করেছে। ভারতের স্কুটার বাজারে আগামী দিনে এটি হয়ে উঠবে সেরা পছন্দগুলির মধ্যে একটি—এ বিষয়ে আর সন্দেহ নেই।

Telegram Join

Leave a Comment

Join Our WhatsApp Group!