RRB NTPC: উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় রেলে ক্লার্ক নিয়োগ, প্রতিমাসে বেতন 21,700/- টাকা 

RRB NTPC Recruitment: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে 3058 শূন্যপদে উচ্চমাধ্যমিক পাশের ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলার প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। RRB NTPC Under Graduate Level Recruitment 2025

RRB NTPC Vacancy 2025

পদের নামঃ 

Post Name Vacancies
Commercial Cum Ticket Clerk 2424
Accounts Clerk cum Typist 394
Junior Clerk cum Typist 163
Trains Clerk 77

 

মোট শূন্যপদঃ 3058 টি।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে 50% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাস সহ উল্লেখিত পদগুলোর জন্য আলাদা আলাদা অভিজ্ঞতা চাওয়া হয়েছে। আবেদনের পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তি সম্পূর্ণ করে আবেদন জানাবেন।

Telegram Join

বয়সসীমাঃ আবেদনের ইচ্ছুক প্রার্থীদের 01-01-2026 তারিখ অনুযায়ী 18 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন কাঠামোঃ 

  • Commercial Cum Ticket Clerk: 21700
  • Accounts Clerk cum Typist: 19900
  • Junior Clerk cum Typist: 19900
  • Trains Clerk: 19900

চাকরির খবরঃ ইন্টালিজেন্স বিউরোতে মাধ্যমিক পাশে নিয়োগ

আবেদন পদ্ধতিঃ আবেদনে যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি, মোবাইল নাম্বার, নাম, ঠিকানা সহ সমস্ত তথ্য দিয়ে সাবমিট করতে হবে।

আবেদন ফিঃ আবেদন ফি বাবদ সবার জন্য 500/- টাকা এবং SC, ST, PWBD, Female, Transgender প্রার্থীদের ক্ষেত্রে 250/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।

নিয়োগ পদ্ধতিঃ নির্বাচত প্রার্থীদের CBT Stage 1, CBT Stage 2, Typing Test, Document Verification ও Medical Test এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখঃ 04 ডিসেম্বর, 2025

Whatsapp Join

Official Notification: Download Now
Apply Now: Click Here

Leave a Comment

Join Our WhatsApp Group!